কেমন আছো বলো
জানতে বড় ইচ্ছে করে
তাইতো কাগজ কলম নিয়ে
শব্দ বুনেছি কবিতার জালে ।
লিখবো চিঠি তোমার নামে
হেথায় বসে বসে
সকল অনুভূতি প্রকাশ পাবে
কলমের আলতো ছোঁয়াতে ।
তুমি ঘটাও ভাবের প্রকাশ
আমার পানে চেয়ে
আমি ডুবি তোমায় ভেবে
ভাসি খনে খনে ।
তোমায় ছোঁয়া সে নয়তো
আমার সাধ্য
মাঝে মাঝে দেখা মেলে
সেইতো বড় ভাগ্য ।
কালো মেঘের আঁখি দুটি
মায়ায় সমৃদ্ধ
আমি চেয়ে লিখে ফেলি
কত কবিতা ও গদ্য ।
তোমার রাঙা ঠোঁটের মাধুর্যতা
আমায় পাগল করে
তোমার থেকে আজ্ঞা পেলে
মগ্ন হবো চিরতরে ।
~ ১৭ ফাল্গুন ১৪২৮