ঝির ঝির ঝির বৃষ্টি ঝড়ে
বর্ষাকালের তালে তালে
স্রোতের গাড়ি বয়ে চলে
খরা পড়া নদী যেনো টলোমলো টলে ।
ঝির ঝির ঝির বৃষ্টি পড়ে
বর্ষাকালের তালে তালে
চাষীরা সব আশায় থাকে
কখন, সোনা ফোলবে খেতে ।
ঝির ঝির ঝির বৃষ্টি ঝড়ে
বর্ষাকালের তালে তালে
সকল ছেলে সঙ্গ মিলে
এগিয়ে চলে অতীত ভুলে ।