যদি চুপ থাক সবার কাছে তুমি ভালো।
যত কষ্টই পাও কিছু বলতে পারবেনা
তাতে তোমার মত ভালো আর কেউ হবে না।
তুমি যদি কথার বিরোধিতা কর।
বা তুমি তার কথায় কষ্ট পেয়েছো তা তাকে যদি বল।
তাহলে তুমি খারাপ খুব খারাপ।
তুমি মিথ্যা অপবাদ দিয়েছো তাকে।
তুমি তাকে অপমান করছো।
তাই কষ্ট পেলেও বলতে নাই।
মুখ বুজে সহ্য কর সব ঠিক।
আর সহ্য করতে না পেরে দূরে সরে গেলেও সমস্যা।
তখন তোমার পিছনে বিভিন্ন কুৎসা রটাতে থাকে।
তারা তোমাকে পচাতে কোন কারনই ছাড়ে না।