বায়ু দূষণ হচ্ছে লাশের গন্ধে,
শব্দ দূষণ হচ্ছে স্বজনদের আহাজারিতে,
বাতাসে আর্দ্রতা বাড়ছে,
সাথে সাথে বাড়ছে পরিবেশের তাপমাত্রা।
পরিবেশ সম্মেলন কিংবা জলবায়ু সম্মেলনে কি দিতে পারবে এর সমাধান।
হয়তো সহানুভূতি নয়তো দুঃখ প্রকাশ কিংবা অর্থ সহায়তা।
এতে কি মিলবে প্রিয়জন বিয়োগের সমাধান।
না কখনোই না,
এই বিয়োগ কখনোই পূর্ণ হবার নয়।
এটা এমনই এক ক্ষত যা পৃথিবীর কোনো এন্টিবায়োটিকে সারার নয়।
এ ক্ষতের ব্যথা কোনো পেইন কিলারেও ঠিক করতে পারেনা পারবেনা।