কিছু কিছু সময় নিজের স্বপ্নগুলোকে বিসর্জন দিতে হয়।
আবার কিছু কিছু সময় নিজেকেও বিসর্জন দিতে হয়।
এই বিসর্জন সবাইকে দিয়ে হয় না বা হবে না।
বিসর্জনের ফলে কেউ কেউ মহান হয়,
আবার কেউ কেউ নির্বোধও হয়।
মহান বা নির্বোধ হওয়াটা নির্ভর করে কার জন্যে বিসর্জন দিচ্ছে এবং সেই বিসর্জন সে স্বীকার করছে কিনা তার উপর।
তাই বিসর্জন দেওয়ার আগে দেখে নিন সে আপনার এই বিসর্জন বা ত্যাগের মূল্যায়ন করবে কিনা অথবা সে তার যোগ্য কিনা।
যাচাই করে না দিলে সবচেয়ে বেশি নিজেই ক্ষতিগ্রস্ত হবে, পস্তাতে হবে এবং অনুতপ্ত হতে হবে।
পরে অনুতাপের চেয়ে আগে যাচাই-বাছাই করে নেয়াই উচিত।