ভালোবাসা যতটা গভীরের অনুভূতি ঠিক ঘৃণাও ততটা গভীরের অনুভূতি।
আমরা যেমন যাকে তাকে ভালোবেসে ফেলিনা ঠিক তেমনি যাকে তাকে ঘৃণাও করিনা।
ঘৃণা পরিমান উঠানামা করে সে কতটা কাছের বা কতটা দুরের সেটা উপর।
কাছের কেউ ছোট্ট একটুকরো কষ্ট যদি দেয় তার প্রতি ঘৃণার পরিমান হয় পর্বত সমান।
কারন তার অবস্থান মনের অনেক গহিনে, তার থেকে কখনও এমনটা আশা করনি।
তাই এমনটা হওয়াতে তার প্রতি তোমার এমন ঘৃণার উৎপত্তি।
যার প্রতি ভালোবাসা যত গভীর তার ক্ষুদ্র ভুলেও তার প্রতি ততটা গভীর ঘৃণা প্রদর্শন কর।
দুরের মানুষের কি বলল বা কি করল তার প্রতি তোমার কোন ভ্রুক্ষেপ নেই।
কারন তার প্রতি তোমার কোন আবেগ কাজ করেনা।
যারা ভালোবাসে তারাই কষ্ট দেয় আবার অসময়ে, আধাঁর রাতে তারাই কাছে থাকে।
তোমার ঘৃণা থেকে বুঝা যায় তুমি তাকে কতটা ভালোবাস।
শুধুমাত্র আমাদের আত্ম অহংকার আমাদেরকে সম্পর্ক ভাঙ্গনের দ্বারপ্রান্তে নিয়ে যায়।
আমরা সবাই জিততে চাই।
কখনও ভাবিনা পরাজয়ের মধ্যেও যে অনেক আনন্দ অনেক সুখ লুকিয়ে আছে।