মাগো ক্ষুধা লাগছে খাবার দাও।
আর একটু পথ বাকি বাবা
তারপর নাহয় খাবি।
গত তিন দিন ধরে বলছো আর একটু আর একটু,
আর কতটুকু গেলে খাবার দিবা মা?
বাবা একটু ধৈয্য ধর, আর একটু গেলেই খাবার পাবি।
মাগো আরতো হাঁটতে পারিনা।
বাবা কষ্ট হলেও হাঁটতে হবে;
তুই বললি না খাবার খাবি?
যদি না হাঁটিশ তবে খাবারতো পাবনা।
মাগো পাতো আর মানছেনা,
একটু কোলে নিবে?
তোর বোনকে কে নিবে বাবা?
থাক মা আমি হাঁটছি।