আজকাল নিজের উপর বড্ড দয়া হয়,
নিজের অসহায়ত্ব দেখে।
চোখের সামনে মানবিকতার মৃত্যু দেখেও কিছু করতে পারছিনা।
তাই নিজের প্রতি নিজের ঘেন্না হয়।

নিজেকে শিক্ষিত পরিচয় দিতে মহা লজ্জায় পড়ে যাই।
একটা লোককেও কুসংস্কারের গন্ডি থেকে ফেরাতে পারিনি বলে।

নিজেকে নপুংসক মনে হয়,
যখন দেখি ভালো মানুষ গুলো নিজেদের আত্ম অহংকারের কারনে একে অপরে বিবাদে মত্ত।
কিন্তু খারাপ মানুষ গুলো নিজ স্বার্থ হাসিলের জন্য সব সময় সংঘবদ্ধ থাকে।

এত সাধনার মানব জনম আমার
মনে হয় বৃথা হয়ে যাচ্ছে।
বড্ড ঘেন্না হচ্ছে,
লজ্জা হচ্ছে,
আবার হাসিও পাচ্ছে।

কেন এত দুর্বল হোলাম।
কেন এত র্নিবোধ হোলাম।
কেন এত ভীরু হোলাম।

হে প্রভু রক্ষা কর সবাইকে সব অনিষ্ট থেকে।
আর ক্ষমা কর মোরে, মোর ব্যর্থতাকে।