ক্ষমা কর মোরে হে দেশের স্থপতি
তুমি তুমি তোমরাতো দেশের ভূপতি
তোমরা করনি কখনও বিভেদ লাভ বা ক্ষতির
তোমরাইতো দেশের স্থপতি।
কত দুঃখ, কত ত্যাগ, কত রক্ত, কত প্রানের বিনিময়ে এ দেশ
তোমাদের বিজয়ে বিশ্ব বলছে বেশ বেশ
তোমাদের অবদানের নেই কোন শেষ
তবু তোমাদের পাওনা দেইনি তোমাদের প্রতি।
কত না আশা ছিল তোমাদের মনে
তোমরা শিখাবে আমরা শিখব এখন তোমরা শুধু স্মরনে
এখনও শুনি সেই প্রতিশ্রুতি যদি হই আনমনে
তবু তোমাদের পাওনা দেইনি তোমাদের প্রতি।