মেকআপের নেকাবে লুকানো চেহারাগুলো দেখে দেখে বিরক্ত
অলিক সত্য শুনতে শুনতে ক্লান্ত
মেকি হাসি হাসতে হাসতে পরিশ্রান্ত
অসম্মান বুকে নিয়ে সম্মান করা দেখেও মন উল্লাসিত
অপরের দুঃখে মিছে আহত হয়ে সুযোগ খুঁজতে ব্যস্ত
দেহের মোহে প্রেমিক, জীবন বাজিতে মত্ত
টাকায় আশ্রিতা মনিকারা শান্ত
যত বেদনা সব আঁখি জলে প্রবাহিত
কামের হেরে পড়ে অনাকাঙ্ক্ষিতরা পথে প্রান্তরে অনাথ
সাধু সেজে নাক উচিয়ে বলি বাস্টার্ড
নিজ সুখে আত্ম ভুলে সবাই উপেক্ষিত
চন্দ্র তলে বাপে মায়ে কাঁদে ক্ষুধার্ত
চলছে, চলছি এমনি আছি করে পুলকিত