করোনা করোনা চারিদিকে শুধু করোনা।

পুরো পৃথিবীতে করে চলেছে তান্ডব, ধনী বা গরীব কিছুই মানছে না।
প্রতিদিনই বাড়ছে উদ্বেগ, কোন ভাবেই থামছে না এই করোনা।

বারবার হচ্ছে পরিবর্তন, এক রূপে সে থাকছে না।
তাই এর প্রতিষেধক তৈরিতে হচ্ছে বিলম্ব, একে তাই নিয়ন্ত্রণে যাচ্ছেনা আনা।

করোনা করোনা চারিদিকে শুধু করোনা।
করোনা করোনা চারিদিকে শুধু করোনা।

লাগবে সচেতনতা রুখতে এই করোনা।
হাঁচি, কাশি কিংবা সংস্পর্শ থেকে ছড়াচ্ছে এই করোনা।
করমর্দন, কোলাকুলি কিংবা গন জমায়েত
তাই করা যাবেনা।

সামাজিক দূরত্ব করতে হবে নিশ্চিত,
থাকতে হবে তিন ফুট দূরে দূরে,
বারবার সাবান দিয়ে পরিষ্কার করতে হবে হাত,
হাঁচি বা কাশি দিতে টিস্যু বা কুনই ব্যবহার করতে হবে।
মুখে মাস্ক হাতে গ্লাভস পরতে হবে।
জামা কাপড় গরম জলে পরিষ্কার করে হবে।
অযথা ঘরের বাইরে বের হওয়া যাবে না।

নিজে সচেতন হতে হবে,
অন্যকেও সচেতন করতে হবে,
রুখতে এই করোনা।

করোনা করোনা চারিদিকে শুধু করোনা।
করোনা করোনা চারিদিকে শুধু করোনা।