তোমার ভালো লাগে নীল আকাশ,
আর আমার নীল সমুদ্র।
তোমার ভালো লাগে সোনা রোদ,
আর আমার রিমঝিম বৃষ্টি।
তোমার ভালো লাগে পাহাড়,
আর আমার পাহাড় ছোঁয়া মেঘ।
তোমার ভালো লাগে ফুল,
আর আমার প্রজাপতি।
তোমার ভালো লাগে নিরবতা,
আর আমার সরগরমতা।
তোমার ভালো লাগে বাস্তবতা,
আর আমার কল্পনা।
তোমার চাহিদা আমাকে,
আর আমার ভালোবাসা।
তোমার চাহিদা ঐশ্বর্য,
আর আমার সুখ।
তোমার চাহিদা অপার স্বাধীনতা,
আর আমার ভালোবাসায় বন্দি।
তোমার চাহিদা সবই তুমি কেন্দ্রিকতা,
আর আমার উদ্দেশ্যহীনতা।
তোমার চাহিদা তুমি কেন্দ্রিক আমি,
আর আমার কেন্দ্রহীন আমি।