প্রত্যেকটা মানুষ বিভিন্ন আচরন বিশিষ্ট চকচকে কাগজে মোড়ানো থাকে।
যখন যে রকম দরকার তখন সে রঙের কাগজে নিজেকে মুড়িয়ে নেয়।
পানির মত যে পাত্রে রাখে সে আকার ধরে।
আবার যে রঙে রাঙায় সে রঙে রাঙে।
এমন মোড়ক শুধু নিজ স্বার্থসিদ্ধি সাধনের উদ্দেশ্য ভিন্ন অন্য কিছু নয়।
জন্মের পর থেকে দেখে, শুনে, বুঝে এই মোড়ক ধারন করতে হয় পৃথিবীতে নিজ সুখে বাঁচতে হলে।
আবার যে যার থেকে সবল সে তারে শোষণ করে। দুর্বলের উপর সবল হওয়া এটা মানুষের আদিম প্রবৃত্তি।