চোখ থেকে যে পড়ল ঝোরে
তীব্র বেগে আগুন গোলা।
ঐ আগুনে যায় যে দেখা
হাজার হাজার হিংসা কণা ।
ও যে জ্বালিয়ে দিলো,পুড়িয়ে দিলো ,
আমার তোলা হৃদয়খানা ।
ও যে মুছে দিলো সে ঠিকানা
যে ঠিকানা ছিল চেনা।
যা ছিল খুব চেনা জানা
তা ই হল আজ খুব অচেনা!
খুঁজে বেড়াই সে ঠিকানা
মেলে আমার মনের ডানা।
দুরের পথে যাই যে চলে
চোখে যে আর তা পরে না।
কোন হৃদয়ে উড়াবো যে
অহিংসারি জয় নিশানা।
(রচনাঃ২৪/০৩/১৩,মধ্যাহ্ন)