আমার নভেম্বরের সকালে
শিশির জমে সবুজ ঘাসে,
যতোটা অভিমান জমে তোমার
শেষ বিকেলের দীর্ঘশ্বাসে।
আমার যে একা দুপুরগুলো
কাটে নরম রোদের চরম বিরহে,
সেভাবেই সন্ধ্যা নামে তোমার
অক্ষিপটে, অজানা শঙ্কা আবহে।
সেরে নিয়ে নীলাকাশ জোড়া
তারকা-নক্ষত্ররাজির স্বয়ম্বর,
বিষাদের চিহ্ন মুছে তবুও নামে
ধরাধামের নভঃতলে নভেম্বর…