পরেরবার যখন মেঘ জমবে বেশি করে
আকাশ হয়ে যাবে নীলঘনশ্যাম
তখন ওই মেঘ হয়ে তুমি এসো
এইখানে, আমার শহরে;
বৃষ্টি হয়ে ঝরে পড়ো তুমি
আমার বাড়ির ছাদে;
কথা দিচ্ছি, ঘরকুনো আমার এই
সত্তাও সেদিন ভিজবে ওই বৃষ্টিতে।

বলো, তুমি আসবে তো?