তুমি বরং
রূপবতী কন্যা হয়ো,
আমি তোমার রূপে মুগ্ধ হয়ে কবিতা লিখব।
তুমি বরং
রাগী মেয়ে হয়ো,
আমি তোমার রাগ ভাঙাতে হাজার অজুহাত সাজাতে পারব।
তুমি বরং
দুখী কন্যা হয়ো,
আমি তোমার দুখে একটা 'দুঃখ নদী'র জন্ম দেবো।
তুমি বরং
অহংকারী মেয়ে হয়ো,
আমি তোমায় স্বর্গের অপ্সরীর মতো সাজাবো,
শরীর থেকে রূপ ঝলকে উঠবে হীরের মতন।
তুমি বরং
সহনশীলা কন্যা হয়ো,
আমি দুনিয়ার সকল গোলাপ দিয়ে তোমায় আঘাত করব,
তা সহ্য করবে।
তুমি বরং
প্রতিবাদী মেয়ে হয়ো,
আমি তোমার লাবণ্যকে বিলিয়ে দেব সকলের কাছে,
তা প্রতিবাদ করে আটকাবে।
তুমি বরং
আমারই হয়ো,
আমার গোটা মহাকাশটা পাবে সেখানে ইচ্ছেমতো চাঁদ সূর্য উঠিয়ো।