তোমার আমার প্রেম-
হায়, সে তো সূর্যগ্রহণের মতো!
তোমার আমার ভালোবাসা-
হায়, সে তো দিন রাতের পার্থক্যের সমান!
তোমার আমার কাছে আসা-
হায়, সে তো গ্ৰীষ্ম আসা আর শীত যাওয়ার সময়ের ব্যবধানের সমান!
তোমার আমার পরস্পরের প্রতি মুখ চাওয়া-
হায়, সে তো সূর্য ও চাঁদের আলোর উজ্জ্বলতার বিভেদের সমান!
তোমার আমার পরস্পরের প্রতি কথা বলা-
হায়, সে তো মেঘের গর্জন আর মানুষের
কথা বলায় সৃষ্ট শব্দের পার্থক্যের সমান!
তোমার আমার মরণ-
হায়, সে তো সেদিন ঘটবে যেদিন সূর্য গিলে ফেলবে গোটা পৃথিবীকে!
------ অর্ঘ্যদীপ চক্রবর্তী
৪ঠা অক্টোবর,২০২২
(শরৎকাল, রাত)
বারুইপুর, দক্ষিণ ২৪ পরগণা