আমি তোমার কেউ না হলেও
তোমাকে আমার দু' চোখের ভিতর রেখে দিয়েছি, তোমাকে আমার কবিতার খাতায় রেখে দিয়েছি,
তোমাকে আমার ঘুমের ভিতর রেখে দিয়েছি,
তোমাকে আমার হৃদপিণ্ডের ভিতর রেখে দিয়েছি,
তোমাকে আমার চিন্তায়-ভাবনায় রেখে দিয়েছি,
তোমাকে আমার দেহের রক্তে মিশিয়ে রেখেছি,
তোমাকে আমার আবেগে রেখে দিয়েছি,
তোমাকে আমার নিঃশ্বাস-প্রশ্বাসে রেখে দিয়েছি।
আমি তোমার কেউ না হলেও
তোমাকে আমার সবকিছুতে রেখে দিয়েছি।

---- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৯/৪/২০২৪