তোমায় আরো অনেক কথা বলার ছিল
তোমার সাথে পাশাপাশি হাঁটার কথা ছিল
একসাথে না ঘুমিয়ে মায়াবী পূর্ণিমার রাত কাটানোর কথা ছিল
আমার হৃদয়ের সবটুকু তোমায় দেবার কথা ছিল
হাতে হাত রেখে একে অপরের দিকে তাকানোর কথা ছিল
একসাথে ছোট্ট সংসার করার আশা ছিল....।
কিন্তু হলো কই?
তুমি তো চলে গেলে
আমাদের ভালোবাসার সূর্য উঠতে না উঠতেই অস্ত গেল।
আমি তোমায় ভালোবেসে তোমার দুঃখ ভোলাবো এমন কথা ছিল
কিন্তু তা আর হলো না
এখন যেখানেই আছো তুমি পারো তো সেখান থেকে আমার দুঃখ ভোলাও।
এখন বুঝেছি আমি
ভালোবাসা সবার জীবনে সুখ নিয়ে আসে না
কারো কারো জীবনে দুঃখও নিয়ে আসে।
এই বুঝেছি আমি
তোমায় ভালোবেসে এই বুঝেছি আমি।

---- অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৯/৪/২০২৪