কেন জানিনা মনে হচ্ছে
আমি জন্মের দিকে এগোচ্ছি,
মৃত্যুর দিকে নয়।

               কেন জানিনা মনে হচ্ছে
               জীবনের আগের দিনগুলো ফিরে আসছে,
               এই সময় আর এগোচ্ছে না।
                          
কেন জানিনা মনে হচ্ছে
আমি ক্রমশ ছোটো হয়ে যাচ্ছি,
এত বড় দেহ আর থাকছে না।
                          
               কেন জানিনা মনে হচ্ছে
               শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ
               সদ্যোজাত'র মতো ‌হয়ে আসছে,
               তাদের বর্তমান গঠন হারাচ্ছে।
                          
কেন জানিনা মনে হচ্ছে
আমি মায়ের গর্ভে প্রবেশ করছি,
এই সুন্দর প্রকৃতি চোখের সামনে                       অন্ধকার হয়ে আসছে।
                          
               কেন জানিনা মনে হচ্ছে
               আমি ভ্রুণ হয়ে যাচ্ছি
               দশ মাসের বাচ্চা থেকে।

কেন জানিনা মনে হচ্ছে
আমি ঈশ্বরের কাছে চলে যাচ্ছি,
তিনি যেন আমাকে নিয়ে নিচ্ছেন।

স্যার স্যার তাড়াতাড়ি আসুন পেসেন্ট তাকাচ্ছে না!
কই কী হল সিস্টার?
স্ক্রিনে হার্টবিটের ওঠানামা থেমে গেছে দেখুন।
কই দেখি পালস্।
হি ইজ নো মোর!
একটা ব্যাপার লক্ষ্য করেছেন স্যার।
কী?
পেসেন্টের ঠোঁটে আলতো হাসির ভাব লেগে রয়েছে।
হুম, উনি স্বর্গের পথে রওনা হলেন।

২৩/০৬/২০২৩
বারুইপুর
অর্ঘ্যদীপ চক্রবর্তী