শুধু তোমাকে পাওয়ার জন্য
আমি লক্ষ কোটি রাত প্রেমের কবিতা লিখে কাটিয়ে দিতে পারি।

শুধু তোমাকে পাওয়ার জন্য
আমি প্রশান্ত মহাসাগরের নিচে একশো বছর সাধনা করতে পারি।

শুধু তোমাকে পাওয়ার জন্য
আমি একশো দিন না খেয়ে কাটিয়ে দিতে পারি।

শুধু তোমাকে পাওয়ার জন্য
আমি সব সুখ বিসর্জন দিয়ে শুধু তোমার কথা ভেবে যেতে পারি।

শুধু তোমাকে পাওয়ার জন্য
বিশ্বে যত গুল বাগিচা আছে আমি সব গোলাপ বাগানের সব গোলাপ দিয়ে তোমায় সাজিয়ে দিতে পারি।

শুধু তোমাকে পাওয়ার জন্য
আমি লাল গ্ৰহ থেকে সব লাল রং নিয়ে এসে আলতা করে তোমার পায়ে পরিয়ে দিতে পারি।

শুধু তোমাকে পাওয়ার জন্য
আমি চাঁদের সব কালো দাগ মুছে দিয়ে এক কলঙ্কহীন চাঁদ তোমায় সওগাত হিসেবে দিতে পারি।

শুধু তোমাকে পাওয়ার জন্য
আমি এমন কাজ করতে পারি যা স্বয়ং ঈশ্বরও কোনোদিন করতে পারেননি।

---- অর্ঘ্যদীপ চক্রবর্তী
৪/৫/২০২৪