সময় থেমে থাকে না
তাই চেষ্টা চালিয়ে যাও
তোমার কাজে চেষ্টা চালিয়ে যাও
কিন্তু ভুলেও থেমে থেকো না।
যারা তোমায়
অবহেলা করেছিল
উপেক্ষা করেছিল
উপহাস করেছিল
সময় আবার আসবে
দেখবে সেই তারাই তোমার জয়গান করছে।
সময়ের ধর্ম এই
সময় যাকে কাঁদায়
সময় তাকে হাসায়ও
যদি সে সময়কে সঠিকভাবে কাজে লাগায়।
যদি মূল্য না দাও সময়ের
তবে জেনো কোনো মূল্য থাকবে না জীবনের।
--- অর্ঘ্যদীপ চক্রবর্তী