সত্যি কথা বলো
সত্যি কথা বলা অভ্যাস করো।
যদি তুমি শুধুই মিথ্যা কথা বলো
জেনো ঈশ্বরের ক্ষোভ তোমার উপর বাড়তে থাকবে আরও।
যারা কথায় কথায় মিথ্যা কথা বলে
তারা জগতের মহা পাপী,
অনেকে অনেক পাপই তো করে থাকে
কিন্তু সবার থেকে শ্রেষ্ঠ পাপ হলো মিথ্যা কথা বলা।
তাই তো যদি তুমি আগেও মিথ্যা কথা বলে থাকো
তবে এখন থেকে আর বোলো না
এখন থেকে সত্যি কথা বলার চেষ্টা করো,
মনে রাখবে যারা সত্যি কথা বলে
তারা ঈশ্বরের ভালোবাসা পায় এ জগতে।

--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৯/৭/২০২৪