তোমার ঐ ঘন কাজল কালো চোখ দুটি দেখে যে
কতবার আমার মরণ হয়েছে
আর কতবার জন্ম হয়েছে তা নিজেরই অজানা
আমি জানি না সেই সংখ্যাটা।
তুমি আমায় একবার প্রাণ দাও
আবার তুমিই আমার প্রাণ নিয়ে নাও
তাই এই জন্ম-মৃত্যু খেলা খেলতে আমার দারুণ লাগে
এবং আমি চাই না এমন খেলা শেষ হয়ে যাক
কারণ যতবার আমার মৃত্যু হয়
ততবার তোমার প্রতি ভালোবাসার নিবিড়তা আরও বেড়ে যায়।
আমি শুধু চাই না সেই খেলাটা খেলতে ----
পৃথিবী থেকে চলে যাবার খেলা।

--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৮/৩/২০২৪