কবিতা লিখি দুঃখকে ভুলে থাকার জন্য।
কবিতা লিখি অলীক সুখের ছোঁয়া পাওয়ার জন্য।
কবিতা লিখি একাকিত্বকে দূর করার জন্য-
যখন মনে হয় বিশ্ব জুড়ে আমার চেনাশোনা লোক কেউ নেই।
কবিতা লিখি এক মধুময় কল্পনার দেশে হারিয়ে যাওয়ার জন্য।
কবিতা লিখি অন্তরের গুমরে ওঠা কান্নাকে প্রকাশ করার জন্য।
কবিতা লিখি অসহায় মানুষের কন্ঠে প্রতিবাদের ভাষা ফোটানোর জন্য।


কবিতা লিখি যখন জীবনের হাজারো ব্যর্থতা নিয়ে চিন্তা করি।
কবিতা লিখি যখন ভাবি এই কথা-
অসময়ে ছিলনা কেউ পাশে।
কবিতা লিখি যখন এ মন অনেক দূরে হারিয়ে যেতে চায়-
যেখানে থাকতে চায় শুধু একা।
কবিতা লিখি যখন মন আমার একাই যুদ্ধ করতে চায় অন্যায়ের বিরুদ্ধে।
কবিতা লিখি যখন কাউকে মনের কষ্ট বলতে পারি না।
কবিতা লিখি যখন প্রিয়জনদের বিয়োগের কথা স্মৃতিপটে ভেসে আসে।
কবিতা লিখি যখন বারেবার হৃদয় আকুল হয়ে ওঠে বিনা কারণে ভালোবাসার মানুষটির জন্য।
কবিতা লিখি যখন দেখি ভালোবাসার মানুষটা ব্যথা দিয়ে চলে যায়।
কবিতা লিখি যখন কল্পনায় ঈশ্বরের চরণকে আঁকড়ে ধরার সাধ জাগে।

---- অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৪ই মে,২০২৩,রবিবার,রাত ৯টা,বারুইপুর