যদি কখনও আমাকে ভুল করে ভুলে যাও
তাহলে একেবারেই ভুলে যেও,
কিছুতেই মনে করার চেষ্টা কোরো না।
আমি তোমার স্মৃতি থেকে ঠিক মুছে যাবো।
কারণ, তুমি আমায় পেয়েছিলে এক ফোঁটা চোখের জল না ঝরিয়েও,
আমি তোমার কাছে এসেছিলাম হৃদয়ের অনেক ব্যথা যন্ত্রণা নিয়ে।

জেনো, একদিন ঐ ব্যথা যন্ত্রণা পুষ্ট হৃদয়ে গোলাপ ফুটবে।
তখন তার গন্ধ শুধুমাত্র আমি পাবো,
তবে পৃথিবীর কোনো বাসিন্দা হয়ে নয়-
আকাশের বাসান্দা 'তারা' হয়ে তোমার দিকে তাকিয়ে থেকে!

--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
১০/০৭/২০২৩