কবি হতে চাইনা,
ভালবাসতে চাই।
কবিতা লিখতে চাইনা,
হৃদয়ে বরণ করতে চাই।
কল্পনায় ডুবতে চাইনা,
বাস্তবে থাকতে চাই।
স্মৃতিকে নাড়াতে চাইনা,
দুঃখকে গ্রহণ করতে চাই।
সুখের ছোঁয়ায় ভাসতে চাইনা,
কঠোর জীবনকে আগলে রাখতে চাই।
আঘাত করতে চাইনা,
প্রেম বিলাতে চাই।
স্বপনে হারাতে চাইনা,
তোমায় নিয়ে থাকতে চাই।
আকাশকুসুম ভাবতে চাইনা,
নিজের সাথে সময় কাটাতে চাই।
রাজপালঙ্কে থাকতে চাইনা,
বেদনার পাথারে তরী ভাসাতে চাই।
টানাপোড়েনের কাহিনী শোনাতে চাইনা,
মিলনের আনন্দভরা কাহিনী শোনাতে চাই।
বাহুর বন্ধনে বাঁধতে চাইনা,
হৃদয়ে স্থান দিতে চাই।
মেঘের মতো অলস হতে চাইনা,
বায়ুর মতো চঞ্চল হতে চাই।
দুঃখে কাঁদতে চাইনা,
আনন্দে অশ্রু ঝরাতে চাই।
বিচ্ছেদের মনোভাব চাইনা,
প্রীতির মনোভাব চাই।
বেদনাকে প্রকাশ করতে চাইনা,
নিজেকেই সান্ত্বনা দিতে চাই।
'গোপনীয়তা'কে আড়াল করতে চাইনা,
'খোলাখুলি'কে অবলম্বন করতে চাই।
দুখের প্রতি কামনাকে ধ্বংস করতে চাইনা,
সৃষ্টির সুখে বেঁচে থাকতে চাই।
'অসফলতা'কে নিয়ে ভাবতে চাইনা,
চেষ্টাকে আঁকড়ে ধরতে চাই।
ভবিষ্যতে করব বলে ফেলে রাখতে চাইনা,
বর্তমানেই সমাপ্তি চাই।
'ভালোবাসা'কে শুধু হৃদয়ে রাখতে চাইনা,
'ভালোবাসা'য় বিলীন হতে চাই।
---- অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৬ই মে,২০২৩,(বিকাল), বারুইপুর