ঘরের কুকুর থাকে কত সুখে
কত যত্ন তার,
আর পথের কুকুর থাকে পথে
কেউ খবর রাখে না তার।

ঘরের কুকুরের অসুখ করলে
ডাক্তার দেখানো, ওষুধ খাওয়ানো ----
সে কত ব্যাপার!
আর পথের কুকুরের অসুখ করলে
কেউ কি বোঝে যন্ত্রনা তার?

ঘরের কুকুর ঘুমায় বিছানায় নয়ত সোফায় নয়ত ঠাণ্ডা মেঝেতে,
আর পথের কুকুর ধুলো-নোংরা ভরা পথেই
পড়ে ঘুমিয়ে।

একটা ছোটো শিশুর প্রতি যেমন খেয়াল রাখা হয়
ঘরের কুকুরের প্রতি ঠিক তেমন নজরই রাখা হয়।

ঘরের কুকুর ডাকলে মন বড়ো খুশি হয়
আর পথের কুকুর ডাকলে মন অসহ্য হয়ে যায়।

ঘরের কুকুর কত কিছু খায় দিনে-রাতে মিলে ----
খাবারের স্ট্যাটাস অনেক উঁচু,
আর পথের কুকুর ঐ রাস্তায় পড়ে থাকা এঁটো খাবার
নয়ত ডাস্টবিনের ময়লা-আবর্জনায় মুখ দেয়।

মানুষ যেমন প্রতিদিন এক জাতীয় খাবার খায় না
ঘরের কুকুরেরও ঠিক তেমনই সেবা হয়,
আর পথের কুকুরের ক্ষেত্রে এসব কথা না বলাই ভালো --- জীবন তার খুবই শোচনীয়।

ঘরের কুকুরের মৃত্যু হলে নেমে আসে শোকের ছায়া,
পথের কুকুরের মৃত্যু হলে কেউ ফেলে না চোখের জল আহা!

সব কুকুরের কি ভাগ্য হয় ঘরের কুকুর হওয়ার?
পথের কুকুরও ঘরের কুকুর হয়ে যায় যদি তেমন কারও ভালো লেগে যায়।

ঘরের কুকুর প্রকৃতির সাথে মিশতে জানে না
ঘরের পরিবেশই তার কাছে উপযুক্ত,
পথের কুকুর রোদে-জলে থাকতেই অভ্যস্ত
খোলা প্রকৃতির সঙ্গে তার দারুণ বন্ধুত্ব।

ঘরের কুকুর বাইরের জগৎ কিছু চেনে?
সে তো ঠিক কুয়োর ব্যাঙের মতো।
পথের কুকুর এ ব্যাপারে ভারি এক্সপার্ট
এখানে সে পাবে একশোয় একশো।

---- অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৭/৫/২০২৪
বারুইপুর