আমি সঠিক করতে চাই না সবকিছু একেবারে
ভুলও করতে চাই ওদের ফাঁকে ফাঁকে।
সব যদি সঠিক হয়ে যায় তো
ভুল থেকে নির্ভুল জ্ঞান পাব কীভাবে?
এ বিশ্ব মাঝে আছে অনেক ভুল।
তাই তো মানুষ সেই ভুলের রহস্য ছিঁড়ে
'সঠিক'এর আলোর উৎস সন্ধানে মরিয়া হয়ে ছোটে।
পার্থিব সকল বস্তু- যেথা রয় হাজার ভুল
মানুষ সেই সকল ভুলকে জয় করে-
'সঠিক' এর চূড়ায় উঠে।
কিন্তু পারে কি সকল অপার্থিব বস্তুর মাঝে লুকিয়ে থাকা ভুলকে মুছতে?
আছে তো চাঁদের গায়েও গর্ত।
আলোর উৎসের গায়ে গর্ত- আলো কমে যাবে না?
হেথা মানুষ হলো ব্যর্থ।
তাই বাকি যা ভুল আছে,
হলো না যাদের রহস্যজাল ভেদ-
এসব না হয় থাক তাঁরই উপর
যিনি গড়েছিলেন এ বিশ্বকে তাঁর এক নিমেষের খেলাতে।
---- অর্ঘ্যদীপ চক্রবর্তী
বারুইপুর, দক্ষিণ ২৪ পরগণা
১৪ই অক্টোবর,২০২২ (সকাল)