শুধুমাত্র এ জন্মেই তোমার সাথে আমার পরিচয়।
জানি না আগের জন্মে তুমি আমার ছিলে কিনা জানি না পরের জন্মে তুমি আমার হবে কিনা।
কিন্তু তোমার সাথে আমার সম্পর্ক এমন হয়ে গেছে যেন মনে হয় পৃথিবীতে যেদিন প্রথম মানুষ সৃষ্টি হয়েছিল
সেদিনও আমরা মানুষ হয়ে জন্মগ্ৰহণ করেছিলাম
আর সেদিন থেকেই তোমার সাথে আমার নিবিড় সম্পর্ক তৈরি হয়ে আছে,
সেদিন থেকেই তুমি আমার হয়ে আছ আর আমি তোমার হয়ে আছি।
জানি না পরের জন্মে তোমায় পাব কিনা
কিন্তু এ জন্মের এই সম্পর্ক দেখে মনে হয় লক্ষ কোটি জন্মের পরেও তুমি সেই আমারই থাকবে
আর আমি সেই তোমারই থাকব।
কেন আমার এমন মনে হয় বুঝি না।
ভালোবাসার গুণ এমন?
একে অপরকে ভালোবাসলেই কি এমন মনে হয়?
--- অর্ঘ্যদীপ চক্রবর্তী