ভালোবাসা থমকে যায় সেখানে
যেখানে দুই মনের মধ্যে কথা স্তব্ধ হয়।
শুকিয়ে যাওয়া নদী গতি পায় পুনরায়
যখন অঝোর বৃষ্টিধারা বাঁচায় তার জীবন।
সূর্য কখনোই শুষতে পারেনা গোটা সাগরকে এক নিমেষে।
অধীর আগ্রহে থাকে তো মরুভূমির প্রাণীরা-
যারা ভাবে কবে আকাশ জুড়ে আসবে মেঘ।
ভালোবাসার হৃদয় আর সূর্যের হৃদয় হয় আলাদা।
কিন্তু পছন্দের মন আর চাঁদের বুক-
সেও তো আলাদা।
তবু সূর্যের পৃথিবীর বুক হতে জল শুষে নেওয়ার ফলেই
জন্ম লাভ করে মেঘেরা।
তাই থমকে যাওয়া ভালোবাসা পায় গতি,
যখন ব্যথিত হয় একটি হৃদয় অন্যের বেদনাতে।
---- অর্ঘ্যদীপ চক্রবর্তী
বারুইপুর,৬ই অক্টোবর,২০২২
(বিকাল)