সেই কবে তুমি একবার ভুল করে আমার দিকে তাকিয়েছিলে।
জানো, সেই একবার তাকানোতেই আমি তোমার প্রেমে পড়েছিলাম?
এরপর থেকে আমার দিকে চোখ ফেরালেও আমাকে দ্যাখো না,
দ্যাখো আমার চারপাশ, এদিক-ওদিক।
কেন এমন করো? আর একবারও ভুল করতে ইচ্ছা হয় না?
তুমি কেন বোঝ না, আমি তোমায় ভালোবাসি?
আমি অধীর আগ্রহে থাকি কখন তুমি তাকাবে আমার দিকে-
আমার চোখ দুটো চাতকের মতো হয়ে থাকে!
জানো, তুমি আমার দিকে তাকাও না বলে
এ বুকে দাউদাউ করে আগুন জ্বলে সারাক্ষণ?
শুধু তুমি একবার তাকালেই পুষ্পবৃষ্টি হয়ে সব আগুন নিভে যাবে।
আচ্ছা, আমি যে তোমায় ভালোবাসি
তা তুমি বোঝোনা?
সত্যিই কি ভালোবাসা এত যন্ত্রনাময়?

--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
৩/০৭/২০২৩