ভালোবাসা কখনও একঘেয়ে হয়না।
হ্যাঁ, ভালোবাসা কখনও একঘেয়ে হয়না।
এই যে সবসময়
তোমার মিষ্টি হাসি মুখটা চোখের সামনে ভাসে
তোমার কন্ঠস্বর কানে বাজে
তোমার কথাগুলো মনের দেয়ালে ফুটে ওঠে,
কারণ কী জানো?
সবসময় তোমাকে ভাবি,
বলতে পারো তোমাকে ভাবতে ভালোবাসি।
এই ভালোবাসা কখনো পুরোনো হয়না
হয়না কখনো মলিন,
সবসময় তা নতুন,
তাই ভালোবাসা কখনও একঘেয়ে হয়না।

--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৯/০৬/২০২৩
বারুইপুর