যদি আমি সাগর হতাম
নদীর সাথে ভাব জমাতাম।
যদি আমি নদী হতাম
ঝর্ণার সাথে ভাব জমাতাম।
যদি আমি ঝর্ণা হতাম
পাহাড়ের সাথে ভাব জমাতাম।
যদি আমি পাহাড় হতাম
মেঘের সাথে ভাব জমাতাম।
যদি আমি মেঘ হতাম
আকাশের সাথে ভাব জমাতাম।
যদি আমি আকাশ হতাম
ঈশ্বরের সাথে ভাব জমাতাম।
--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৭/১১/২০২৩
বারুইপুর