আশা স্বপ্ন সব শেষ আজ, পুড়ছে মনের আগুনে-
অশ্রু ঝরিয়ে ক্লান্ত হলেও নিভবে না তা কোনমতে।
ব্যর্থ সবই ব্যর্থ আমি ব্যর্থ আমার ইচ্ছা,
কী করে যে সব শেষ হয়ে গেল ভাবলেও পাই বেদনা।
ছিল সব ছিলে যখন তুমি,
আজ নিয়েছ বিদায় অভিমানে,
শূন্য ভাব লাগে বিপুল ধরণী।
মরা গাছের মতো রয়েছি ধূ ধূ মরুতে,
নেই কোন মেঘের আনাগোনা,
ক্রুর হাসি হাসছেন পাষাণ দেবতা।
তোমায় খোঁজাও বৃথা চেষ্টা,
বলে গেছ এই নিলাম শেষ বিদায়।
মনের আগুনের উলকি উড়ে-
ছড়াচ্ছে সারা দেহে।
জ্বলে পুড়ে ছারখার হচ্ছি,
বাঁচব না তোমার নয়নের জলে এ চিতা না নেভালে।
--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৭মে,২০২৩, সন্ধ্যা, বারুইপুর