তুমি আমার জীবনে এসেছিলে
আবার চলে গেলে।
এখন অন্য কাউকে নিয়ে তুমি ভালো আছ
অথচ আমার জীবনে আর কেউ আসেনি।
কেউ এলেও আমি তাকে আপন করতে পারতাম না।
একবার যেখানে তোমার হয়ে গেছিলাম
সেখানে অন্য কারও কীভাবে হব?
তাই তো আমার জীবনে এখন আর তুমি নেই।
কিন্তু তোমার শূন্যতা আমার সাথেই আছে,
আমি তোমার শূন্যতা নিয়ে ভালো আছি।
তুমি আমায় কষ্ট দিয়েছো
কিন্তু তোমার শূন্যতা আমায় তা দেয়নি,
আমি তোমার শূন্যতা নিয়ে ভালো আছি।

--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
১১/৬/২০২৪