আমি তোমাকে চাই শুধু তোমাকে চাই।
দিন, মাস চলে যাবে তবু তোমাকে চাই।।
আমি তোমাকে চাই শুধু তোমাকে চাই।
মহামারী থেকে বেঁচে ফিরে তোমাকে চাই।।
আমি তোমাকে চাই শুধু তোমাকে চাই।
ধ্বংসের সাথে পাঞ্জা লড়েও শেষে তোমাকে চাই।।
আমি তোমাকে চাই শুধু তোমাকে চাই।
আমার শরীরের রক্ত ঝরিয়ে তোমাকে চাই।।
আমি তোমাকে চাই শুধু তোমাকে চাই।
আমার এ জীবন পার করে আগামী জীবনেও তোমাকে চাই।।
আমি তোমাকে চাই শুধু তোমাকে চাই।
এ বিশ্ব ধ্বংস হয়ে যাক তবু তোমাকে চাই।।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
বারুইপুর, দক্ষিণ ২৪ পরগণা
১০ই অক্টোবর,২০২২
সকাল(৭:৪৫)