সূর্য সমান ভালোবাসায় আমি বৃষ্টিকে চাই।
চন্দ্র সমান ভালোবাসায় আমি আগুনকে চাই।
মেঘ সমান ভালোবাসায় আমি মরুভূমিকে চাই।
সাগর সমান ভালোবাসায় আমি আকাশকে চাই।
এমনই সব ভালোবাসা আছে একে অপরের বিপরীতে-
শুধু আমার সমান ভালোবাসায় আমি তোমাকে চাই।


----অর্ঘ্যদীপ চক্রবর্তী
বারুইপুর, দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিমবঙ্গ
৫ই অক্টোবর,২০২২ (রাত)
শরৎকাল