আমি তোমাকে বলছি না আমাকে ভালোবাসতে
আমি তোমাকে বলছি আমার কথা একটু ভাবতে
যখন দুপুরে একা থাকবে ঘরে
দূর থেকে ঘুঘুর উদাস করা ডাক ভেসে আসবে;
সে তার আপনজনকে ডাকছে...তখন,
যখন বিকালে ছাদে একা পায়চারি করবে
পশ্চিম আকাশে সেইসময় স্বামী-স্ত্রী দুই পাখি একসাথে উড়ে যাবে... তখন,
যখন মেঘমুক্ত রাতের আকাশের দিকে একা তাকিয়ে থাকবে
দেখবে অসংখ্য তারার মধ্যেও দুটি তারা ঠিক পাশাপাশি রয়েছে; যেন তাদের মধ্যে কত ভালোবাসা রয়েছে জন্ম জন্মান্তরের... তখন,
যখন সকালে স্নান সেরে পুজোর ফুল তুলতে একা ফুলের সাজি হাতে যাবে বাগানে
দেখবে কোনো একটা গাছে দুটো ফুল কেমন জড়াজড়ি করে আছে...কত ভালোবাসা তাদের মধ্যে...আহা! দেখলেও চোখ জুড়ায়...তখন,
না না আমি তোমাকে বলছি না আমাকে ভালোবাসতে
আমি তোমাকে বলছি আমার কথা একটু ভাবতে।

---- অর্ঘ্যদীপ চক্রবর্তী
৬/৮/২০২৪