আমি মেঘ হতে চাই।
আমি ওর মতো নীল আকাশে ভেসে বেড়াতে চাই।।
আমি মেঘ হতে চাই।
আমি ওর মতো অলসভাবে সময় কাটাতে চাই।।
আমি মেঘ হতে চাই।
আমি ওর মতো আকার ধরতে চাই।।
আমি মেঘ হতে চাই।
আমি ওর মতো হাজার রূপে সেজে থাকতে চাই।।
আমি মেঘ হতে চাই।
আমি ওর মতো পাহাড় পর্বতে ধাক্কা খেতে চাই।।
আমি মেঘ হতে চাই।
আমি ওর শরীর থেকে ঝরে পড়ে-
এ উষ্ণ ধরাকে শীতল করতে চাই।।

---- অর্ঘ্যদীপ চক্রবর্তী
বারুইপুর, দক্ষিণ ২৪ পরগণা
১০ই অক্টোবর,২০২২
সকাল