আমার তোমাকে লাগবে
ভালোভাবে বেঁচে থাকার জন্য
আমার তোমাকে লাগবে।
দ্যাখো, মাত্র অল্প ক'টা দিনের জন্য
এসেছি এই পৃথিবীতে,
যদি এখানে ভালোভাবে না থাকতেই পারলাম
তাহলে না ফেরার দেশে গিয়েও কি ভালো থাকতে পারব?
এখানে পাওয়া কষ্ট আমায় সেখানেও ভালো থাকতে দেবে না।
তাই আমি ভালো থাকতে চাই, ভালোভাবে বাঁচতে চাই
তাই আমার তোমাকে লাগবে।
--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
৯/৬/২০২৪