তুমি তো আমায় কোনোদিন ভালোবাসো নি
শুধু আমিই তোমায় ভালোবেসে গেছি।
আমি ভেবেছিলাম তুমি আমায় ভালোবাসো
কিন্তু যেমন চাঁদকে হাতের মুঠোয় পাওয়া যায় না
তেমন আমার এ ভাবনাও---- অবাস্তব-অসম্ভব।
আসলে কিছু ভাবনা আছে যেগুলি সত্য হয় না
কিছু আশা থাকে যেগুলি পূরণ হয় না।
আমার একটাই দোষ
আমি অল্পতেই ভালোবাসতে জানি
এ আমার বড় দুর্বলতা,
আর এই দুর্বলতাই আমাকে গ্ৰাস করে ফেলছে ক্রমশ---
আমি স্বাভাবিকের চেয়েও দ্রুত গতিতে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি।
--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৮/২/২০২৪