আমরা দেখি আকাশ কত বড়ো
অথচ আকাশ দ্যাখে আমরা কত ক্ষুদ্র।
আমরা দেখি পৃথিবী কত বড়ো
অথচ আকাশ দ্যাখে পৃথিবী কত ক্ষুদ্র।
আমরা দেখি সমুদ্র কত বড়ো
অথচ আকাশ দ্যাখে সমুদ্র কত ক্ষুদ্র।
আকাশ কেন হলো এত বড়ো?
কারণ ঈশ্বর আকাশে বসবাস করেন
আর ঈশ্বরের বাসস্থান কখনও হয় না ক্ষুদ্র।

--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২০/১২/২০২৩