যখন তুমি আমার কাছে এসে বল,
"আমি তোমায় ভালবাসি"
তখন মনে হয়,
এ বিশ্ব যতদিন থাকবে ততদিন আমরা বাঁচব।
আমরা হব বিশ্বের দীর্ঘ আয়ুসম্পন্ন মানুষ,
আমাদের প্রেম হার মানাবে অতীতের
লাইলি মজনু, রোমিও জুলিয়েটদের।
শেষ বলে কিছু নেই, শেষ থেকেই হয় শুরু,
রাত যত গভীর হয় ভোর তত এগিয়ে আসে।
এ নীল গ্ৰহ বিনাশের সাথে সাথে,
সৃষ্টিকর্তা হয়ত আমাদের পাঠাবেন এমনই নতুন সৃষ্ট কোন গ্রহে প্রথম মানুষ আদম-ইভ রূপে।
৭জুন,২০২৩, সন্ধ্যা ৭:১৫, বারুইপুর