নিশ্চুপ, নিথর, নির্জন মধ্যরাত! খোলা ছাদে
তুমি দাঁড়িয়ে একাকী; আকাশে অজস্র তারা,
বাতাসে মৃদু গুঞ্জরণ, গাছের পাতায় যেন
রাতচরা কোনো পাখির পা ঘষার শব্দ!
বাকি সব বেবাক খাঁ খাঁ, সুরহীন নিস্তব্ধতা ।
চারিদিকে তরল অন্ধকার - আর তুমি একা -
সাথে এই নিশ্চুপ, নিথর, নির্জন রাত !



[এক সাহসিনী মেয়ের মধ্যরাতে একা খোলা ছাদে
বেড়ানোর শখ শুনে বিমুগ্ধ / বিস্মিত হয়ে লেখা]