কি করে তোমাকে ভুলি?
নিখুঁত মৃন্ময় মূর্তির মতো আজও আমার হৃদয়ে আছো -
তোমায় খুঁজে পাই হৃৎপিণ্ডের প্রতিটি স্পন্দনে,
প্রতিটি রক্তফোঁটায় দেখি তোমার প্রতিচ্ছবি
ভোরের শেষ তারায় খুঁজি তোমায়, খুঁজি তোমায় শরতের চাঁদে-
পাহাড়ে - জঙ্গলে - ঝলমলে রোদে - নদীর বাঁকে - পাখির ঠোঁটে
সর্বত্র খুঁজি তোমায় কল্লোলিত কল্পনার স্রোতে;
এক পশলা বৃষ্টিতে ভেজা গ্রীষ্মের মাটি থেকে
একটা সোঁদা গন্ধ ওঠে - ভেসে বেড়ায় আম পিয়ালের গায়ে
ভিজে কাক উড়ে যায় সারি সারি সুপুরির মাথা ছুঁয়ে -
কফি রঙা বিকেলের আলোয় পৃথিবীটা বড়ো করুন লাগে,
হালকা শিরশিরে হাওয়ায় টুকরো টুকরো স্মৃতি ওড়ে
মনের আনাচে কানাচে এখানে ওখানে -
নিশীথ রাতে তোমার স্মৃতির দীপাধারে
এক চিলতে কোমল শিখা জ্বালিয়ে
বসে থাকি নিশ্চুপ, নিঃসঙ্গ, একাকী -
সময় আপন খেয়ালে বয়ে যায়....যায়....
[রাঙা মাসীমণির মৃত্যুবার্ষিকীতে]