যেদিন তোমায় প্রথম দেখলাম,
আমার সবকিছু কেমন যেন
এলোমেলো হয়ে গেলো

আমার এতো দিনের বাঁধন, একনিমেষে
সবকিছু ভেঙে চুরমার করে
তোমার চোখে ডুব দিলাম

হয়তো তুমি স্বীকৃতি দেবে না
আমার সে ভালোবাসার
তাতে আমার কোনো দুঃখ নেই
কারণ তোমার এই অস্বীকৃতিও
আমার কাছে তোমার দেওয়া উপহার

আমি এসেছি অনেক দূর থেকে
হয়তো চলে যাবো আরো অনেক
অনেকদূরে
ভবিষ্যতের কোনো এক শ্রাবন সন্ধ্যায়
যখন পাতায় ঝরা বৃষ্টি আর
মাটির সোঁদা গন্ধে
তোমার স্মৃতিতে ভাসবে আমার মুখ
ধন্য হবো আমি

হয়তো তুমি চিনতেও পারবে না
তোমার পাশটিতে চুপটি করে
দাঁড়িয়ে আছি আমি
এক গুচ্ছ রক্ত গোলাপ হয়ে

আমি শাজাহান না হতে পারি
তবুও তুমি আমার মমতাজ
প্রতিটি রক্তফোঁটায় গড়ে উঠুক
আমার জীবনের শ্রেষ্ঠ তাজমহল