রাত নিঝুম! শুধু ভেসে আসে
শিশির পড়ার শব্দ, শিউলির বাস,
আর...
আর শিশির ভেজা মাটির সোঁদা গন্ধ!
ভেসে আসে আমার চারিদিক থেকে।

কুঁড়িগুলো অপেক্ষায় আছে নতুন সূর্যের
সোনার কাঠির ছোঁয়া পেয়ে যেন উঠবে জেগে,
স্বপ্নিল সৌন্দর্যে প্রকৃতি মুখরিত;
তার সাথে মিশে যায়
আর...
আর শিশির ভেজা মাটির সোঁদা গন্ধ!

কালো আকাশখানা যেন সুবিশাল মখমল
চাঁদ, তারা সব তার গায়ে যেন হীরে, চুনি, পান্না
ঝিলমিল করে মিষ্টি এল ছড়িয়ে;
মিষ্টি আলো এসে পড়ে পৃথিবীর 'পরে-
যেন এক স্বপ্নপুরী!
আকাশের স্তিমিত আলো, বাতাসের ঠান্ডা আমেজ
আর...
আর শিশির ভেজা মাটির সোঁদা গন্ধ!

জীবন এতো মধুর, তবু কতো স্বল্প তার মেয়াদ;
কতো শীঘ্র শেষ হয় তার কাল,
বুক ভরা শ্বাস আর প্রাণ ভরা সুবাস
নেওয়ার আগেই সে চলে যায় বহুদূরে!
শুধু রয়ে যায় অতীত স্মৃতি-
ভবিষ্যতের পথরেখায়;
যখন ওঠে প্রভাতের রাঙা সূর্যখানি
তার সাথে মিশে যায় চাঁদের আলো, প্রদীপের শিক্ষা
আর...
আর শিশির ভেজা মাটির সোঁদা গন্ধ।।