অর্ধেক মুখ আঁকা সামনের ক্যানভাসে
বাকি অর্ধেক আমার মনে জট পাকিয়ে আছে
তোমার এক চোখে অতল পদ্মপুকুরের চাহনি
আর এক চোখের ভাষা এখনও অস্ফুট
আকাশের নীল নিয়ে দিয়েছিলাম প্রেক্ষাপটে
তারাগুলো হারিয়েছে তোমার বুকের শাড়ীর ভাঁজে
অস্বচ্ছ ঠোঁটে বাঁকা কুহেলিকা হাসি
সমস্ত শরীর এলোমেলো শব্দ দিয়ে ঢাকা
বসন্তের হা-হুতাশ তবুও আপ্রাণ চেষ্টা করে
বীথিকার মর্মর ধ্বনিতে সুর খুঁজে পেতে।
সপ্তসুর রঙে মিশে ঘন গাঢ় অন্ধকার
কিছুটা থেকে যায় মনে, বাকি শুকায় ব্রাশের মুখে
যতই চেষ্টা করি আঁকতে তোমায়
বারবার বদলে যাও ক্যানভাসে, মুহূর্তের সাথে।